কবি নজরুলের বাড়ী

অনেকেই এই বাড়িটিকে কবি নজরুলের বাড়ি মনে করেন।এটি কবি নজরুলে বাড়ি নয় । এই বাড়িটি চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলাধীন কার্পাসডাঙ্গার এই পাড়ার শ্রী মহিম সরকারের গ্রামের বাড়ী । শ্রী মহিম সরকার স্বপরিবারে কলকাতা থাকতেন। সেখান থেকেই শ্রী মহিম সরকারের সাথে কবি কাজী নজরুল ইসলামের খুবই বন্ধুত্ব ছিলো। কেননা কবি নজরুলের রিবারের শাশুরী,স্ত্রী,ছেলেরা এমনকি কাজের মেয়েটিও ছিল হিন্দু ।কবিও তখন একেবারে কালীদেবির পুরোপুরি ভক্ত হয়ে গিয়েছিলেন ।কালী দেবিকে নিয়ে তিনি বিশাল শ্যামা সঙ্গিত রচনা করে গেছেন যা আজও কালী দেবী পূঁজারীদের প্রধান সঙ্গীত । তাই শ্রী মহিম সরকারের বাড়িতে কবির আসা-যাওয়া ছিলো আপনজনের মতো। মহিমের দুই মেয়ে আভা রাণী সরকার ও শিউলী রাণী সরকার নজরুল গীতি চর্চা করতেন। তাদের গানের তালিম দিতেন কবি কাজী নজরুল ইসলাম নিজে। পরবর্তীতে আভা রাণী সরকারের গানের রেকর্ডও বের হয়। প্রখ্যাত লেখক ড. আশরাফ সিদ্দিকী অনুসন্ধান করে নজরুলের কথা ও সুরে আভা রাণী সরকারের ছয়টি গানের রেকর্ড-তথ্য পান। একাধিক তথ্যসূত্রে জানা যায়, মহিম সরকারের পারিবারিক আমন্ত্রণে একাধিকবার কবি নজরুল কার্পাসডাঙ্গায় এসেছেন। তবে ১৯২৬ সালে ২৭ বছর বয়সে কবি সপরিবারে এখানে বেড়াতে আসেন। এ সময় প্রায় দুই মাস কার্পাসডাঙ্গায় অবস্থান করেন । কবি নজরুলের সাথে এসেছিলেন শাশুড়ি গিরিবালা দেবী, স্ত্রী প্রমীলা দেবী ও বড় ছেলে কৃষ্ণ মোহাঃ ।

কৃষ্ণ নগর কটেজঃ
কৃষ্ণ নগর শাশুরীর বাড়ীর সামনে উঠানো ছবি । ছবিতে নজরুল এর কোলে তার ছেলে , সেবিকা প্রণতি ,
শ্বাশুরি গিরিবালা দেবী এবং স্ত্রী প্রমীলা দেবী।এই বাড়ীতেই কবি নিয়মিত বসবাস করতেন ।

Leave a comment